ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ঝিনাইদহ সদর শাখার কাউন্সিল হালিম সভাপতি ও সাধারন সম্পাদক মো. ইকবাল।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (রেজি-১২০৬৮) ঝিনাইদহ সদর শাখার কাউন্সিল-২০১৬ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহরের আদর্শপাড়ার বকুলতলা সমিতির নিজ কার্যালয়ে সদর উপজেলা আহবায়ক সহকারী শিক্ষক রুহুল হাসান আনিচের সভাপতিত্বে, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ, সহ-সাধারন সম্পাদক ইবনে সাউদ বিন মমতাজ হালিম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মানিউর রহমান মন্টু, কেন্দ্রীয় সমবায় সম্পাদক সামাদ আজাদ, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান কচি।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জিল্লুর রহমান, আতাউর রহমান, মাজেদুর রহমান, সোনিয়া খাতুন প্রমুখ। সভাটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক ইকবাল হোসেন। সভা শেষে ভোটের মাধ্যমে ইবনে সাউদ বিন মমতাজ হালিম সভাপতি ও সর্বসম্মতিক্রমে ইকবাল হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন সহকারী শিক্ষকদের ১১তম ধাপে বেতন নির্ধারন ও শতভাগ বিভাগীয় পদন্নতির দাবিসহ ১১দফা দাবি আদায়ের লক্ষে সহকারী শিক্ষক সমিতির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। তারা তাদের দাবি অচিরেই মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।