ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। সকালে শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। সদর উপজেলার আমতলা ও শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার রফিকুল ইসলাম (৪০) ও কুষ্টিয়া কুমারখালী উপজেলার তোরাব আলী (৬৫)।
ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, রবিবার সকাল ১১টার দিকে রফিকুল মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা রফিকুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, শনিবার সকালে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুতে করে ঝিনাইদহ যাচ্ছিলেন তোরাব আলী। পথে আমতলা এলাকায় এলে গায়ের চাদর আলমসাধুর চাকায় জড়িয়ে গেলে তিনি রাস্তায় পড়ে আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তোরাব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান।