জয়কে হত্যা প্রচেষ্টার মামলায় শফিক রেহমানের জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত জামিন দিয়েছে আদালত।
বুধবার  এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ও দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারি পুলিশ সুপার হাসান আরাফাত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. মারুফ হোসেন  প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ  ধার্য করেছেন।
বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শফিক রেহমান। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। শফিক রেহমানের পক্ষে আদালতে শুনানি করেন  মো.সানাউল্লাহ মিয়া ও  মো. মাসুদ আহমেদ তালুকদার।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্দেশ দেন, জামিন চাইতে বিচারিক আদালতেই যেতে হবে শফিক রেহমানকে। একই সঙ্গে শফিক রেহমান আবেদন করার পর তার জামিন মঞ্জুর করার বিষয়টি বিবেচনার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।
দীর্ঘদিন  করাভোগের পর মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমান দুই দফায় রিমান্ড শেষে বর্তমানে   জামিনে  রয়েছেন।