ঝিনাইদহ প্রতিনিধিঃ
২৮ ডিসেন্বর ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাচন। নির্বাচন সুন্ঠ ও শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিতর লক্ষে রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর অডিটরিয়ামে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব, বিজিবির ৫৮ ব্যাটেলিয়নের সুবেদার নাজমুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, এসবিকে ইউপি চেয়ারম্যাম আরিফান হাসান চৌধুরী লুথান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমান, নেপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মৃধা, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, যাদবপুর ইউপি চেয়ারম্যান এবিএম শহিদুল ইসলাম, মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সফিদুল ইসলাম, নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মদ প্রমুখ।