‘জঙ্গি আফিফ কাদেরীর মৃত্যু গুলিতে’

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্য ভিলা নামে ‘জঙ্গি আস্তানা’ থেকে উদ্ধার কিশোর ‘জঙ্গি’ আফিফ কাদেরীর মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।

রোববার রাত ১২টার একটু আগে তার মরদেহ সেখানে পাঠানো হয়। সোমবার দুপুর দেড়টায় ময়নাতদন্ত শুরু হয়ে ২টার দিকে শেষ হয়।

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, নিহতের শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার শরীর থেকে একটি গুলিও উদ্ধার করা হয়েছে। গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে।

সে উত্তেজনানাশক কোনো ওষুধ সেবন করেছিলো কিনা তার জন্য ইউরিন ও ব্লাড সংগ্রহ করা হয়েছে; যা পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান সোহেল মাহমুদ।

গত শুক্রবার মধ্যরাত থেকে আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। গত শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

শনিবার সকালে ওই আস্তানা থেকে দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেন। এক নারী ও কিশোর আফিফ কাদেরী আত্মঘাতী হয়। আফিফ কাদেরী নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ ছেলের একজন। শনিবারই নিহত নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বাসাটি অন্ধকার থাকায় রাতে উদ্ধার অভিযান স্থগিত করে পুলিশি প্রহরায় রাখা হয়। রোববার সকাল ১০টায় সেখানে উদ্ধার অভিযানে যায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা। ঘরের ভেতরে প্রচুর পরিমাণে গ্যাসের ঝাঁঝ থাকায় অভিযানে বাধা পড়ে। পরে বেলা ২টার দিকে ফায়ার সার্ভিস গ্যাসের ঝাঁঝ বের করে। রোববার সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ হয়। রাতে আফিফ কাদেরীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।