চোর সন্দেহে গণপিটুনিতে শ্রমিক নিহত

যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (৩৫) উপজেলার বালিধা পাচাকড়ি গ্রামের লিয়াকত সরদারের ছেলে ও খুলনার ফুলতলা এলাকার সুপার জুটমিলের শ্রমিক।
স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাহমুদকাটি মধ্যপাড়া গ্রামের একটি দোকানের শার্টার ভেঙে চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। টের পেয়ে দোকান মালিকসহ স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় তাদের কাছে ধরা পড়া রবিউলকে স্থানীয়রা গণপিটুনি দেয়। গণপিটুনির পর তাকে ফেলে রাখা হয়। মঙ্গলবার দুপুরে তাকে উদ্ধার করে থানায় নেয়ার পথে  মৃত্যু হয়। নিহতের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
মণিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক নাসির জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।