চেহারা শনাক্ত করবে অ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক
অগমেন্টেড রিয়্যালিটি ব্যবসায় প্রতিষ্ঠান ব্লিপার তাদের অ্যাপের মাধ্যমে চেহারা শনাক্তকরণ ফিচার যোগ করতে যাচ্ছে।
এ পর্যন্ত স্মার্টফোনের ক্যামেরা কোনো বস্তুর দিকে ধরা হলে অ্যাপটি সে বস্তুর তথ্য দিয়ে আসছিল। এবার শুধু বস্তু নয়, কোনো ব্যক্তির দিকে ক্যামেরা ঘোরানো হলে তাকেও চিনতে পারবে অ্যাপটি এবং তার সম্পর্কে হুবহু তথ্য দেখাবে। এর মাধ্যমে কোনো কোলাহলপূর্ণ স্থানে যখন কাউকে চেনা যাচ্ছে না তার দিকে ক্যামেরা ধরলে অ্যাপটি ওই ব্যক্তির তথ্য দেখাবে। তবে বিষয়টি অনেকের জন্যই বিব্রতকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন অ্যাপটি বিখ্যাত চিত্রকর্ম এবং বিজ্ঞাপনসহ অন্যান্য তথ্যও দিতে পারে। এবার নতুন ফিচারের মাধ্যমে শুধু বাস্তবে নয়, কারও ছবি বা ভিডিও দেখানো হলেও সেটি শনাক্ত করতে পারবে ব্লিপার। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ওমার তায়েব অ্যাপটি প্রদর্শন করলে দেখা যায় সেটি ম্যাগাজিনের ছবিতে হিলারি ক্লিনটন এবং মাইকেল ফ্যাসবেন্ডারকে পৃথকভাবে চিনতে পেরেছে। এক্ষেত্রে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং উইকিপিডিয়ার তথ্য দেখায় অ্যাপটি। অ্যাপটির গোপনীয়তা বিষয়ে তায়েব বলেন, ‘ব্লিপার অ্যাপে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। এটি সেবার জন্য পুরোপুরি প্রস্তুত, কী দেখানো হচ্ছে, তার ওপর গ্রাহকের পুরো নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা যে কোনো সময় সেগুলো সরিয়ে ফেলতে পারেন।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে ৭০ হাজারের বেশি সেলিব্রেটিকে চেনানো হয়েছে। শিগগিরই গ্রাহকরা এতে নিজেদের ছবিও নিবন্ধন করতে পারবেন। তবে কেউ যদি নিজেদের ছবি ব্লিপার সার্ভারে না রাখতে চান তবে তারা সেগুলো মুছে ফেলার জন্য আবেদন জানাতে পারেন। ৭০ হাজার সেলিব্রেটিও চাইলে তা করতে পারবেন।