চিকিৎসক-চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

কে. এম. রুবেল, ফরিদপুর :গত ১৯ মে ঢাকার সেন্টাল হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর দুস্কৃতিকারীদের হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুরের বিভিন্ন সরকারী চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎকরা।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর এর আয়োজনে রবিবার দুপুর ১২ টা হতে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন চিকিৎসকরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ডা. খন্দকার মো. আবদুল্লাহ হিস সাদ, ডা. উষা রঞ্জন চক্রবর্তী, ডা. সৈয়দ ওবায়দুর রহমান প্রমুখ।
বক্তরা অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেন মানববন্ধন থেকে একই সাথে আগামী ১৮জুন ডাক্তারদের সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষনা দেন।