চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় অটো রিকশা আরোহী এক নারী ও তার মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার বেলা ৩টায় ষোলশহরের মুরাদপুর পিলখানা রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মরিয়ম বেগম (৬০), তার মেয়ে আফরিন (১৭)। আহতরা হলেন- আয়েশা বেগম (৯) ও মনি বেগম (৫৫)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ক্যাম্পাস থেকে দুপুর আড়াইটার নগরমুখী শাটল ট্রেনটি বিকেল তিনটার দিকে মুরাদপুর পিলখানা রেল গেট এলাকায় পৌঁছে। এ সময় একটি অটোরিকশা মুরাদপুর বিবিরহাট রেলক্রসিং অতিক্রম করে রেললাইনের ওপর উঠে বন্ধ হয়ে যায়। অটোরিকশার চালক ট্রেন আসতে দেখে যাত্রীদের রেললাইনের ওপর অটোরিকশার মধ্যে রেখে পালিয়ে যান। মুহূর্তে ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মনোয়ারা বেগম নামের এক নারী নিহত হন। আহত হন অটোরিকশার তিন যাত্রী। পরবর্তীতে শাটল ট্রেন থামলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে আফরিন মারা যান। আহত অন্যদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
স্বজনদের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হতাহতরা চট্টগ্রামে বেড়ানো শেষে বাগেরহাপ ফিরতে অলঙ্কার বাস স্টেশনে যাচ্ছিলেন।
সরেজমিনে দেখা গেছে অরক্ষিত ওই ক্রসিংয়ে কোনো গেইট নেই। এর ফলে প্রায় সময়ে এখানে দুর্ঘটনা ঘটছে।