চট্টগ্রামে আগুন পুড়ে দম্পতির মৃত্যু

ন্যাশনাল ডেস্ক:
চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রী দগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আগুনে ওই বস্তির ১০টি ঘর পুড়ে গেছে। আজ রোববার ভোর রাতে নগরীর বাকলিয়া থানার শাহজিপাড়া বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সৈয়দ আহাম্মদ (৩৫) ও তার স্ত্রী রিনা আক্তার (২৬)।
বাকলীয়া থানার ওসি মো. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে ওই বস্তিতে আগুন লাগে। এ সময় তারা ঘুমে ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তারা আর ঘর থেকে বের হতে পারেননি। এতে দগ্ধ হয়ে মারা যান এ দম্পতি।
তিনি বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি ঘর পুড়ে গেছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।