অনলাইন ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর কথিত ‘মূর্তি’ না সরানো হলে সেখানে অনুষ্ঠিত ঈদের নামাজ মুসল্লিরা বর্জনের করার হুমকি দিয়েছে আওয়ামী ওলামা লীগ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এই হুমকি দেন। তারা বলেন, পবিত্র রমজান মাসের আগে গ্রিক দেবীর মূর্তি এবং প্রধান বিচারপতিকে অপসারণ করতে হবে। না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রধান বিচারপতি নিজেই দায়ী থাকবেন। রমজান শেষে ঈদগাহে ঈদের নামাজও বয়কট করবে মুসল্লিরা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ রূপগঞ্জী প্রমুখ।
অনুষ্ঠানে নেতারা প্রশ্ন রাখেন, মূর্তি সড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বারবার বললেও প্রধান বিচারপতি কেন পদক্ষেপ নিচ্ছেন না। পাঠ্যপুস্তকে সংশোধন বিষয়ে নেতারা বলেন, শিক্ষাবিদ নামধারী নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদীদের চক্রান্তে মুসলমানদের ক্ষ্যাপানোর সরকারবিরোধী ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পাঠ্যপুস্তকে থাকা হিন্দুত্ববাদসহ ইসলামবিরোধী সব কুফরি বিষয়গুলো বাদ দেয়ারও দাবি তোলেন তারা।
একইভাবে সংস্কৃতির জন্য নতুন স্বাধীনতা সংগ্রাম করতে হবে বলে ড. সনজীদা খাতুনের বক্তব্যের জন্য তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তারের দাবিও তোলেন নেতারা। তারা সারাদেশে ৫৬০টি মসজিদ তৈরির প্রকল্প নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তবে বলেন, সৌদি অর্থায়নে নির্মিত মসজিদগুলোয় যাতে সন্ত্রাসী সংগঠন আইএসের উদ্ভাবক ওহাবি-সালাফি মতবাদের কেন্দ্র না হয় সেদিকেও প্রধানমন্ত্রীকে দৃষ্টি রাখতে হবে।