গাজীপুরে নীটওয়্যার কারখানায় আগুন ,২ শ্রমিক আহত

গাজীপুরপ্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি নীটওয়্যার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দুই শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন সোহরাব (৩৪) ও অপরজন অজ্ঞাত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।  এতে গুদামে থাকা কাটুন ও মালামাল পুড়ে ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জিহাদ একাত্তরলাইভ ডট কমকে জানান,  জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার কনফিডেন্স নীটওয়্যার লিমিটেডের ফিনিশড গুডসের গুদামে আগুনের সূত্রপাত হয়। তিন তলা ভবনের নিচতলার এ গুদামটিতে রপ্তানীর অপেক্ষায় উৎপাদিত পণ্য রাখা হয়েছিল। আগুন মুহুর্তের  মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি এবং ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ডাম্পিংয়ের কাজ চলছে। পানি সরবরাহ অপ্রতুল থাকায় আগুন নিয়ন্ত্রণে সময়  লেগেছে। স্টেশন অফিসার আরো জানান, এ ঘটনায় আগুন  নেভাতে গিয়ে  সোহরাব (৩৪) ও অজ্ঞাত এক শ্রমিক আহত হন।  তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।