ফতুল্লা সংবাদদাতা: ফতুল্লার মেঘনা ডিপোর পাশেই ঋষিবাড়ি।আর এই বাড়িতে বসবাস করে আসছে গনেশ দাস(৪৫)। সে কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করে সংসার চালাতো। তার ছোট্ট একটি সোনালী পরিবার ছিলো।তার স্ত্রী বিশ্বগরানী দাস (৪০) ও দুই সন্তান নিয়ে সংসার ভালোই চলতো। ছেলে নাম দ্বীপকুমার দাস(১৮), মেয়ের নাম লিমারানী দাস(২০)। ্হঠাৎ করে তাদের সংসারে কর্তা গনেশের বুকে ব্যথার রোগ সৃষ্টি হয়। একপর্যায় গনেশ চিকিৎসকের কাছে সরাপন্ন হলে জানতে পারে তার বুকে টিউমার হয়েছে।সেই টিউমারের রোগে আজ পাঁচ থেকে ছয় বৎসর গনেশ অসুখে ভূগতে আছে। তার যা সম্বল ছিল সব বিক্রি করেও সে সুস্থ্য হতে পারেনি। তার এই টিউমার অপারেশনের জন্য প্রচুর অর্থ প্রয়োজন হবে । তার পক্ষে এত টাকা দিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। তাই সে নারায়নগঞ্জ জেলার ধনাট্য দানবীর ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর জন্য দ্বারেদ্বারে ঘুরছে।তার চোখে কান্নাও আজ ঝড়ে গেছে। সে সবার কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চায়।মানুষ মানুষের জন্য ভেবে ধর্ম বর্ন ভেদাভেদ ভুলে পবিত্র রমজানের শেষে ঈদের আগে যাকাত ফেৎরা যে যাই দিবেন তাকে কিছু দান করলে তার রোগ মুক্তির জন্য চিকিৎসা হবে।তার মেয়ে এখনও বিবাহ দেয়নি।টাকার অভাবে তার পরিবার ঐ ঋষিবাড়িতে মানবতর জীবন যাপন করে আসছে।যোগাযোগ ঠিকানা ঃ মেঘনা তেলের ডিপোর পাশে গনেশের বাসা থানা:ফতুল্লা জেলা: নারায়ণগঞ্জ।(মোবাইল নং- ০১৭৮৮-৭৬১০২১)
গনেশ চিকিৎসার জন্য দানবীর ব্যক্তির সাহায্য চায়
June 1, 2017