গণরায়ে আইভীর হ্যাটট্রিক বিজয়

একাত্তর লাইভ ডেস্ক: বন্দর নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী এড: তৈমূর আলম খন্দকার কে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।

 

এই নিয়ে তিনি পর পর তিন ‘বার নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হলেন।

সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট ।

 

এর আগে সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত  শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে ভোট গ্রহণ সম্পন্ন হয়।