খালেদা জিয়ার আত্মপক্ষ ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক :জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী ১২ জানুয়ারি।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তিনি রওয়ানা দিয়ে সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন।