খাবারের আমন্ত্রণে ভেনিস বাংলা স্কুলের সাহায্য কারীরা

জাকির হোসেন সুমন ,  ইতালী  : ইতালীর ভেনিস শহরে অবস্হিত একমাএ বাংলা স্কুলের হোম ওয়ার্কস  ( কমপিতি )  তে স্বেচ্ছায়  দীর্ঘ দিন সহযোগীতা করে আসা ছেলে  মেয়েদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কালরুল সরোয়ার। মেসরে একটি রেস্টুরেন্ট  এ  সকলের উৎদ্যেশে তিনি বলেন ,  তোমাদের সহযোগীতাই আমাদের আগামী দিবের পথ চলা।  ভেনিস বাংলা স্কুল কে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব  পর্যায় ক্রমে তোমাদের ই নিতে হবে । তোমাদের সহযোগীতা আগামী দিনের ছেলে মেয়ে ও কমিউনিটি  দরকার জাতে করে ইতালীয়ান ভাষার পাশাপাশি  বাংলাদেশী ছেলে মেয়েরা ভালো ভালে বাংলা ভাষা বলতে ও লিখতে পারে । এ সময় বাংলা স্কুলের ছেলে মেয়ে সহ বেশ কয়েকজন ইতালীয়ান ভোজ আয়োজন  এ অংশ নেয় ।