একাত্তরলাইভডেস্ক: সরকার ‘ক্ষমতার অপব্যবহার করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এজন্য ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘খালেদাকে মিথ্যা মামলায় আদালতে নিয়ে (আওয়ামী লীগ) আপনাদের পুলকিত হওয়ার কিছু নেই। কারণ ক্ষমতার অপব্যবহার করে আপনারা যে অন্যায় করেছেন, তার বিচার একদিন বাংলার মাটিতে হবেই।’শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ও হাবিব উন নবী খান সোহেলসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এর আয়োজন করে ‘স্বাধীনতা ফোরাম’ নামের একটি সংগঠন।নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য সর্বত্র দলীয় লোক দিয়োগ দিয়েও সরকার নিশ্চিত হতে পারছে না। এরপরও প্রধানমন্ত্রী দেশের বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করছেন। যা কখনও গ্রহণযোগ্য নয়।’‘বর্তমান সরকার জনগণের সরকার নয়’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘বিনাভোটের সরকারের শাসনামলে দেশের মানুষ আজ জানমালের চরম অনিশ্চয়তায় ভুগছে। জনগণ এদের থেকে মুক্তি চায়।’চীনের প্রেসিডেন্টের শি জিনপিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘আমরা তার সফরকে স্বাগত জানাই। তার সঙ্গে আমাদের নেত্রী দেশ ও জনগণের পক্ষে কথা বলবেন।’আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
ক্ষমতার অপব্যবহারের বিচার হবে : নজরুল
October 14, 2016