নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের সরোয়ার আলম।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। এরপর ভোটগণনা শেষে রাত সাড়ে ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ক্র্যাবের ২৪৯ জন ভোটারের মধ্যে ২৩৭ জন ভোট প্রদান করেছেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে নবনির্বাচিত সভাপতি আবু সালেহ আকন পেয়েছেন ১১৪ ভোট, তার নিকটতম প্রার্থী আখতারুজ্জামান লাবলু ৭৯ ভোট পেয়েছেন। ৩৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন মনজুরুল বারী নয়ন।
সহ-সভাপতি পদে সাব্বির মাহমুদ ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী নিত্য গোপাল তুতু পেয়েছেন ৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে সরোয়ার আলম ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাহবুব আলম লাবলু ৬০ ভোট পেয়েছেন। ৩২ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন আমীর মুহাম্মদ জুয়েল।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু ১৪০ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রার্থী মিজানুর রহমান (মাসুম মিজান) পেয়েছেন ৮২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আবদুল লতিফ রানা পেয়েছেন ১২২ ভোট, তার নিকটতম প্রার্থী রাশেদ নিজাম পেয়েছেন ১০৫ ভোট। দফতর সম্পাদক পদে ১২২ ভোট পেয়ে রুদ্র রাসেল নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী এস এম ইসমাঈল হুসাইন ইমু পেয়েছেন ৯৭ ভোট।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক আজিজুল হাকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক মজুমদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শাহীন আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন তালুকদার। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন— শাহরিয়ার আরিফ (১৩৬ ভোট), খালিদ আহমেদ (১০৭ ভোট) ও মোহাম্মদ জাকারিয়া (১০২ ভোট)।