কে এম রুবেল, ফরিদপুর
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত ষড়যন্ত্র করা হোক না কেন আগামী নির্বাচনে বিএনপিকে দুরে সরিয়ে রাখতে পারবেনা এ সরকার। আগামী নির্বাচন অবশ্যই সহায়ক সরকারের অধীনেই হবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রুহুল কবির তালুকদার দুলু বলেন, আমাদের ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। ঈদের পর বেগম খালেদা জিয়ার নির্দেশে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। বিশ্বের বিভিন্ন দেশ এখন সুষ্ঠ নির্বাচনের এবং সকল দলের অংশগ্রহন দেখতে চায়। অতএব যে আকাংখা নিয়ে আওয়ামী লীগ বসে রয়েছে তা বুমেরাং হবে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর হাই স্কুল মাঠে খালেদা জিয় ঘোষিত ভিশন-২০৩০ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সহ সভাপতি শহীদ পারভেজ, সাধারন সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের আয়োজনে এ ইফতার মাহফিলে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।