কোন দল কয়টি আসনে জয় পেল

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে প্রায় ৯৯ শতাংশ আসন পেয়েছে এই দল ও জোট।

তবে মৃত্যুজনিত কারণে গাইবান্ধার একটি স্থগিত থাকার পর গত রোববার ভোটে সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনটিতে ফল স্থগিত রাখা হয়। ফলে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দলওয়ারি ফল বিশ্লেষণে ও ইসির তথ্যানুযায়ী পাওয়া তথ্য মতে, মহাজোট ২৮৮টি আসনে জয় পেয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯টি আসন, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ও ঐক্যফ্রন্ট ৭টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, বিকল্পধারা বাংলাদেশ ও জাসদ ২টি, তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, বিএনপির বর্জনে দশম সংসদ নির্বাচনে সংসদে বিরোধী ছিল জাতীয় পার্টি। এবারও বিরোধী দলের আসনে থাকছে জাতীয় পার্টি। ওই সংসদে রওশান এরশাদ বিরোধী দলের নেতা থাকলেও এবার দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী দলীয় নেতা হতে পারেন।