কেরানীগঞ্জে কিশোরের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর থেকে এক কিশোরের কাটা মাথা ও পা উদ্ধারের পর একই থানার চর গুলগলিয়া এলাকা থেকে আরও কিছু খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে বুক থেকে পেট, দুই পায়ের বাকি অংশ ও একটি পায়ের পাতা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই কাউসার আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই কিশোরের কাটা মাথা ও পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ওই কিশোরের মরদেহের ৫ টুকরা উদ্ধার করা হলো।