শাহআলম শফি, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারী বিএনপি-জামায়াত জোটের অসহযোগ আন্দোলনের সময় পেট্রল দিয়ে বাস পুড়িয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় সোমবার দুপুরে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,এমকে আনোয়ার ও শওকত মাহমুদসহ স্থানীয় বেশ ক’জন নেতা কুমিল্লার পৃথক দুটি আদালতে উপস্থিত হয়ে জামিন লাভ করেন।
আদালত সুত্র জানায়,গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় চৌদ্দগ্রামে বাস পোড়ার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় বেশ ক’জন নেতা কুমিল্লা জেলা ও দায়রা জজ দেওয়ান মোঃ সফিউল্লাহর আদালতে হাজির হন।
এসময় বিজ্ঞ বিচারক তাদের উচ্চ আদালতের জামিন বহাল রাখেন। পরে একই নেতৃবৃন্দ চৌদ্দগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জামিনের জন্য হাজির হয়। সেখানেও তাদের পূর্বের জামিন বহাল রাখা হয়। উল্লেখ্য ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী গভীর রাতে বিএনপি-জামায়াত জোটের অসহযোগ আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। এতে ৮ জন অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায়।