একাত্তরলাইভডেস্ক:মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার ও মন্ত্রিসভার সদস্য এবং তিন বাহিনীর প্রধানসহ কূটনীতিক এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সকাল ১০টার দিকে প্যারেড স্কয়ারে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পৌঁছানোর পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। কুচকাওয়াজের আগে একটি খোলা জিপে পুরো মাঠ ঘুরে সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজয় দিবস প্যারেডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবম জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ওয়াকার-উ-জামান।
কুচকাওয়াজে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আধাসামরিক বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশ গ্রহণ করে। ভারতীয় সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জি এস সি হোতা এর নেতৃত্বে ২৭ জন বীরযোদ্ধা এবং রাশিয়ার বেশ কয়েকজন সশস্ত্র বাহিনীর সদস্য কুচকাওয়াজে উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় পতাকা ও বিভিন্ন বাহিনীর পতাকাবাহী প্যারাট্রুপারদের অংশগ্রহণ ছিল মনোমুগ্ধকর। এছাড়া কুচকাওয়াজে যান্ত্রিক বহরে সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিক অস্ত্রের পাশাপাশি যুদ্ধবিমানের ফ্লাইপাস্ট প্রদর্শন করা হয়।