নিজস্ব প্রতিবেদক:
বরিশালে কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে দগ্ধ একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হুমায়ুন কবির নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি ছিলেন এমটি অ্যাংকর এস নামের ওই ট্যাংকারের গ্রিজার। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে বার্ন অ্যান্ড াস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান। তিনি জানান, হুমায়ুন কবিরের শরীরে ৯০ শতাংশের বেশি দগ্ধ ছিল।
চট্টগ্রাম থেকে সাড়ে ৯ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে বরিশালে যমুনা অয়েলের ডিপোতে যাচ্ছিল এমটি অ্যাংকর এস নামের ট্যাংকারটি। সেই রাতে বরিশালের চাঁনমারী খেয়াঘাটে ইঞ্জিনরুমে বিকট শব্দে বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে ট্যাংকারের লস্কর আবু সুফিয়ানকে ভর্তি করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আর গুরুতর দগ্ধ হুমায়ুন কবির, শহীদুল ও নাজমুলকে পাঠানো হয় ঢাকায়।