কারাগারে হাজতির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ কারাগারে মোহাম্মদ বাবু (৪১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহাম্মদ বাবু ফতুল্লার দেওভোগ এলাকার হেকিম মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ ঘোষ বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার একটি মাদক মামলায় গত ২ মে গ্রেফতার হয়েছিল বাবু।

এরপর শনিবার গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। জেল সুপার আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ১০০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।