কারাগারে সব সুবিধা পাবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: বয়স ও সামাজিক অবস্থান বিবেচনায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে নিজের কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হবে। সামাজিক মর্যাদা ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার যেসব সুবিধা পাওয়ার কথা তাকে তা দেওয়া হবে।

এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তারেক রহমানসহ অন্য চারজনের ১০ বছর করে কারাদণ্ড ও একই সঙ্গে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।