নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচরের খালপাড় এলাকায় বাচ্চু মিয়া (৫৫) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত ব্যক্তির ছেলে শাকিল আহমেদ জানিয়েছেন, তারা বর্তমানে কামরাঙ্গীরচর খালপাড় হাফেজি হুজুর মাদ্রাসা গলিতে থাকেন। লালবাগ কেল্লার মোড়ে তার বাবার আল-আমীন দরবার চিকিৎসালয় নামের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে কর্মচারী রতন গাজীকে নিয়ে রিক্সাযোগে বাসায় ফিরছিলেন তার বাবা বাচ্চু মিয়া।খালপাড় এলাকায় রিক্সা থেকে নামার সাথে সাথে দুর্বৃত্তরা পিছন থেকে তার ঘাড়ে ও ডান কাঁধে ধারাল অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাচ্চু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে রাত পৌনে ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কারা, কি কারণে তার বাবাকে হত্যা করেছে তা বলতে পারেন নাই শাকিল আহমেদ ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ময়না তদন্তের জন্য বাচ্চু মিয়ার লাশ মর্গে রাখা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
মৃত বাচ্চু মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার দয়াপুর গ্রামের মৃত ইয়ার মোহাম্মদের ছেলে।