কনের বিয়ে, খোঁপায় সাজ

লাইফস্টাইল ডেস্ক:
ডিসেম্বর মাস এলেই যেন কনের একটু বাড়তি যত্নআত্তি প্রয়োজন পড়ে। আর এখন পুরোদমে চলছে বিয়ের মৌসুম। প্রত্যেক বিয়েতে মূল আকর্ষণ হলো কনের সাজ। আর প্রতিবছরই কনের সাজে যোগ হয় ভিন্ন মাত্রা। ট্রেন্ডি, ফিউশন ও ট্রাডিশনসহ বিভিন্ন সাজে এ সময়ের কনেদের আগ্রহ বাড়ছে।
তাই দেশের নামকরা বিউটি পার্লার পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, ফারজানা শাকিলস হেয়ার অ্যান্ড বিউটি, উইমেন্স ওয়ার্ল্ড, লা বেলা, ক্লিওপেট্রা বিউটি সেলুন ও হারমনি স্পার মতো পার্লারে কনের খোঁপার সাজের ভিন্নতা নিয়েই আজকের আয়োজন।