‘কঠিনতম ৬০ রান আজ করলাম’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ইংল্যান্ড দলের কার্যকরী অলরাউন্ডার ম্ঈন আলী। ৩০ টেস্টে ১৪৫৪ রান ও বল হাতে ৭৭ উইকেটই বোঝায় সাম্প্রতিক সময়ে দলের অন্যতম সেরা ভরসা তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্টেও একই চিত্র মিলল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বাংলাদেশের স্পিনার মিরাজ ও সাকিবে ভুগতে থাকা ইংল্যান্ডকে টেনে তুলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। স্কোরবোর্ডে মূল্যবান ৬৮ রান যোগ করেন। দিন শেষে ২৯ বছর বয়সি এ ক্রিকেটার বললেন, ‘ব্যাটিং করা কঠিন ছিল। কঠিনতম ৬০ রান আজ করেছি।’১৭০ বলে ৮ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান মঈন আলী। এ ইনিংসে পাঁচবার আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান তিনি। সাকিবের ৬ বলের ব্যবধানে ৩ বার ‘আউট’ হন মঈন। কিন্তু পরক্ষণে রিভিউয়ে বেঁচে যান। রিভিউ নিয়ে মঈন আলী বলেন, ‘রুট বলছিল তিনটিতে আমি একদমই আউট ছিলাম না। আমারও মনে হচ্ছিল সুইপ করতে গিয়ে কিছুতে স্পর্শ করেছিলাম। আমার কাছে রিভিউয়ের সুযোগ ছিল। তাই সুযোগগুলো নিয়েছে। অনেকটা ভাগ্য সহায়তা করেছে।’বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে ভুল করেননি মঈন। তার ভাষ্য,‘তারা ভালো বল করেছে। সঠিক লাইনে বল করে গেছে। আমরা উইকেটে অনেক ভুগেছি। রান তুলতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি ভালো ফিল্ডিংও সাজিয়েছিল তারা।’