কক্সবাজার কে বিশ্বমানের পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার : পর্যটন মন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহাজান কামাল বলেছেন,কক্সবাজারের পর্যটন শিল্পকে আরো গঠন মুলক এবং বিশ্ব নন্দিত করার জন্য সরকার আগে থেকেই অনেক প্রকল্প এখানে বাস্তবায়ন করছে,আমি সরকারের শেষ সময়ে এসে নতুন দায়িত্ব নিয়ে সেই উন্নয়ন ধারাবাহিত রাখতে কাজ করবো। এবং কক্সবাজারের স্থানীয় মানুষের চাহিদার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। তিনি বলেন,পর্যটন মানেই কক্সবাজার আর কক্সবাজার মানেই পর্যটন নগরী সেই ঐতিহ্য ধরে রাখতে সবাই সহযোগিতা প্রয়োজন। এবং প্রযুক্তি নির্ভর একটি বিশ্বমানের কক্সবাজার পর্যটন নগরী গড়ে তুলার কাজে হাত দিতে হবে। এ সময় সম্প্রতীক সময় কক্সবাজার পর্যটন হোটলে শৈবাল একটি বেসরকারী কোম্পানী ওরিয়ন গ্রুপকে ৫০ বছরের জন্য ইজারা দেওয়ার বিষয়ে মন্ত্রী কে কক্সবাজারের সর্বস্থরের মানুষের পক্ষ সেই সেই চুক্তি না করার দাবী জানিয়েছে বিভিন্ন মহল এর প্রেক্ষিতে মন্ত্রী বলেণ আমি কক্সবাজার বাসির মনোভাব বুঝেছি,খুব শীঘ্রই কক্সবাজারের একদল প্রতিনিধি দলকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার ব্যবস্থা করা হবে। সেখানেই চুক্তি বিষয়ে চুড়ান্ত সিন্ধান্ত হবে। তিনি গতকাল বেলা সাগে ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এত মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজর সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক , বেসমরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়েল সচিব এস এম গোলাম ফারুক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার মাশাল নাঈমুর রহমান, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অব) ফোরকার আহামদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এড,সিরাজুল মোস্তফা,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুস,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।