কক্সবাজারে দিনমজুর খুন

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে শ্রম বিক্রির পাওনা ১০০ টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ হারিয়েছেন আবদু শুক্কুর (৩০) নামের এক দিনমজুর।
বুধবার সকালে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আবদু শুক্কুর ওই এলাকার মৃত মুফিজুর রহমানের ছেলে। তিনি ব্যক্তি জীবনে অবিবাহিত ছিলেন।
নিহতের মা ছলিমা খাতুন ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি আবদু শুক্কুর একই এলাকার মৃত আবু বক্করের ছেলে হাবিল উদ্দিনের পাকা ধানকাটার কাজ করেন। পারিশ্রমিকের বকেয়া রেখে দেন ১০০ টাকা। পাওনা টাকা চাইতে আবদু শুক্কুর বুধবার বেলা ১০টার দিকে হাবিল উদ্দিনের বাড়িতে যান।
এ সময় হাবিল উদ্দিন লাটি নিয়ে আবদু শুক্কুরকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে আবদু শুক্কুর ঘটনাস্থলে প্রাণ হারায়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম জানিয়েছেন, আবদু শুক্কুরকে স্বজনরা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। পরে স্বজনরা মৃতদেহ রাজারকুলস্থ বাড়িতে নিয়ে আসেন।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মারধরে দিনমজুর আবদু শুক্কুরের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, আবদু শুক্কুরের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।