ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড তামিমের

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তামিম ইকবাল।শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তামিম ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে, যা বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে এককভাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।এতদিন ৬টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে এ তালিকার শীর্ষে ছিলেন তামিম ও সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়ার মাহেন্দ্রক্ষণে তামিমের পাশেই ছিলেন সাকিব।সাব্বির রহমান তামিমের সঙ্গে শতরানের জুটি গড়ে সাজঘরে ফেরার পর সাকিব ক্রিজে আসেন। ঝোড়ো কোনো ইনিংস না খেললে আজ অন্তত সাকিবের সেঞ্চুরি তুলে নেওয়ার তেমন একটা সুযোগ নেই!১২ ইনিংস পর তামিম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। সর্বশেষ সেঞ্চুরিটি পেয়েছিলেন গত বছর পাকিস্তানের বিপক্ষে এ মাঠেই। সেবার সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজও বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ। বলতেই হবে ‘বড় ম্যাচের বড় তারকা’ তামিম ইকবাল।তবে যে আলো তামিম আজ মিরপুরে ছড়িয়েছেন, সে আলো শুরুতেই নিভে যেতে পারত। আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই মিড অনে তামিমের ক্যাচ ফেলে দেওয়ায় দ্বিতীয় জীবন পান তামিম।এরপর আর পিছনে ফিরে তাকাননি দেশসেরা ওপেনার। ৬৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরের ৪৭ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক। দৌলত জাদরানের বলে অন সাইডে এক রান নিয়ে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন ড্যাশিং ওপেনার। মোহাম্মদ নবীর বলে আউট হওয়ার আগে ১১৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম। এ ইনিংস খেলার পথে সাব্বির রহমানকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন তামিম, যা আফগানিস্তানের বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি।তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ রইনিংসের মালিকও তামিম ইকবাল।