কক্সবাজার সংবাদদাতা
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে চমকপ্রদ সফলতা দেখিয়েছে জেলার অন্যতম সেরা বিদ্যালয় কক্সবাজার কেজী এন্ড মডেল হাই স্কুল। ২০১৭ সালে উক্ত স্কুল থেকে পরীক্ষার্থী ছিল ২১০ জন, এর মধ্যে ২০৪ জনই পাস করেছে। তার মধ্যে ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা স্কুল প্রতিস্টা থেকে সর্বোচ্চ ভাল ফলাফল। স্কুলের চমকপ্রদ সফলতায় খুশি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবক।
কক্সবাজার কেজী এন্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী বলেন স্কুলের সার্বিক লেখাপড়ার মান দিনদিন উন্নত হচ্ছে, আমাদের স্কুলে ৩ টি স্থায়ী মাল্টিমিডিযা ক্লাস রুম আছে যাতে দৈনিক ৬/৭ টি ক্লাস হয়। এতে শিক্ষার্থরা উদ্ভোদ্ব হচ্ছে, এছাড়া শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, স্কুল ম্যনেজিং কমিঠির আন্তরিক, সহযোগিতার কারনে সব পাবলিখ পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীরা ভাল ফলাফল করছে। এবারের এসএসসির ফলাফল স্কুলের জন্য রেকর্ড। ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৪ জন পাস করেছে। এর মধ্যে ৩১ জন জিপিএ-৫ পেয়েছে। এতে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষার্থী ছিল ৯১ জন পাস করেছে ৮৭ জন জিপিএ-৫ পেয়েছে ২৯ জন এবং ব্যবসায় শিক্ষাতে পরীক্ষার্থী ১১৯ জন পাস করেছে ১১৭ জন জিপিএ-৫ পেয়েছে ২ জন।
এ ব্যপারে স্কুল ম্যনেজিং কমিঠির সদস্য শাহিনুল হক মার্শাল এবং নজরুল ইসলাম বাচ্চু বলেন স্কুলের বর্তমান শিক্ষার পরিবেশ খুবই ভাল, সব্ াখুবই আন্তরিক তাই সব দিকে ফলাফলও ভাল হচ্ছে এটা কক্সবাজারের মানুষের জন্য ভাল দিক।
স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি আলহাজ কবির আহাম্মদ সওদাগর বলেন স্কুলের একটি নিজস্ব ঐতিহ্যআছে সেটা ধরে রাখতে শিক্ষক,অভিবাবক সবার সহযোগিতা প্রয়োজন। এবং ভাল ফলাফলের জন্য প্রধান শিক্ষক সহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।