কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি এনজিও’র মাইক্রোবাস থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব।আটককৃত ব্যক্তির নাম মীর কাশেম।মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদি হাসান জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে ৬ নভেম্বর মঙ্গলবার ভোরে টেকনাফ কলেজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডিসিএ (এক্টালাইয়েন্স) নামে একটি বিদেশি এনজিওর স্টিকারযুক্ত মাইক্রোবাস তল্লাশি করে ১ লাখ ১৫ ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইয়াবা পাচার করছিলেন মাইক্রবাসটির চালক মীর কাশেম (৩০) সে মহেশখালী শাপলাপুর ইউনিয়নের মিঠাইছড়ি এলাকার আবু সায়েদের পুত্র।