ক্রীড়া প্রতিবেদক
প্রথম ম্যাচের আগে শেষ মূহূর্তের প্রস্তুতিটা ঝালিয়ে নিচ্ছেন মাশরাফি-মুশফিকরা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নামার আগে মোটামুটি প্রস্তুত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই করেছেন টাইগার ক্রিকেটাররা। নিশ্চিভাবে প্রথম ওয়ানডের মূল একাদশও নির্বাচন করে ফেলেছেন কোচ ও নির্বাচকরা।
তবে এখনো আশা নিরাশার দোলাচলে পেসার মুস্তাফিজের খেলা। কাঁধের চোট কাটিয়ে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও এখনো প্রথম ওয়ানডের দলে নিশ্চিত নন কাটার মাস্টার। আজ নেটেও অনেকক্ষণ ধরে বল করেছেন মুস্তাফিজ।
তবে সাতক্ষীরা এই পেসার জানিয়েছেন, এখনো ব্যাথা অনুভব করছেন তিনি। তবে সেটা কাঁধে নয়, পিঠে। জাতীয় দলের ফিজিও অবশ্য মুস্তাফিজের ব্যথা নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, ‘কাঁধে ব্যথা নেই, তবে শরীরের পাশে খানিকটা আছে।
ফিজিও বলেছেন, এ ব্যথাটা আরও বেশ কিছু দিন থাকবে, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’ তবে প্রথম ওয়ানডের দলে কাটার মাস্টার খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। মুস্তাফিজ জানালেন, যদি কোচ আর অধিনায়ক চান, তবে প্রথম ম্যাচে দলের সাথেই থাকছেন তিনি।
মুস্তাফিজের অনুশীলনে সন্তুষ্ট কোর্টনি ওয়ালশ। তবে মুস্তাফিজ প্রথম ম্যাচে খেলবেন কিনা সেটা খোলাসা করে বললেন না তিনিও। ওয়ালশ বলেন, ‘কিছুটা ব্যথা রয়েছে ওর, চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরলে যেটা থাকা স্বাভাবিক। ওর অগ্রগতি বেশ ভালোভাবে খেয়াল রাখা হচ্ছে এবং সে ঠিক পথেই আছে। প্রথম ম্যাচে সে খেলবে কি-না সেটার ব্যাপারে নিশ্চিত নই।’