একাদশে ফিরছেন মুস্তাফিজ, খেলবেন ৭ ব্যাটসম্যান

ক্রীড়া ডেস্ক : আজ থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টাইগারদের প্রথম ম্যাচের সেরা একাদশে ৭ ব্যাটসম্যানের সঙ্গে স্পিনার হিসেবে মেহেদী হাসান কিংবা নাসুম আহমেদের যেকোনো একজন খেলতে পারেন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের একাদশে ফেরা প্রায় নিশ্চিত। জায়গা হারাতে পারেন তাসকিন আহমেদ অথবা শরিফুল ইসলামের যেকোনো একজন।

ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,স্পিনার হিসাবে খেলবেন মেহেদী হাসান। ইনজুরি কাটিয়ে একাদশে মুস্তাফিজুর রহমানের ফেরাও একরকম নিশ্চিত। পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে শরিফুল ইসলাম কিংবা তাসকিন আহমেদের যেকোন একজন থাকবেন সেরা একাদশে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্টে জয়ের স্বাদ পেলেও টি-টোয়েন্টিতে এখনও জিততে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এই পর্যন্ত মোট চারবার মুখোমুখি হয়েছে দুই দল (বিশ্বকাপ আসরে), চারটিতেই জয় অস্ট্রেলিয়ার। এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া।