উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবেন : স্থানীয় সরকার মন্ত্রী

কে এম রুবেল, ফরিদপুর
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। জননেত্রী শেখ হাসিনাকে তৃতীয় বারের মতো আপনারা নির্বাচিত করবেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আশে তখন দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর মেখ জামাল স্টেডিয়ামে শহর আওয়ামী লীগও কোতয়ালী আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইফতার মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা পিপিএম, ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সম্বব্য সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা টাইমস এর সম্পাদক আরিফুর রহমান দোলন, ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের সম্বব্য সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) আতমা হালিম, থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, যুবলীগের আহবায়ক এএইচ এম ফুয়াদ, শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদসহ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগন ইয়তার মাহফিওে উপস্থিত ছিলেন।