জাকির হোসেন সুমন , ইতালী : ইতালীর ভেনিস এ প্রতিবছরের ন্যায় এ বছর ও ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে । ৪ টি গ্রুপে মোট ১৬ টি দল অংশ গ্রহন করবে এ টুর্নামেন্ট এ । ভেনিসের পিরাগেত্বো পার্ক এ ১৬ ওভারের এ গোল্ডকাপ টুর্নামেন্ট এ উদ্ভোধনি ম্যাচে প্রথম আর্ধে কুমিল্লা ভিক্টোরিয়াস মুখোমুখি হয় বি এফ সি এেভিজো সাথে । বি এফসি এেভিজো ব্যাটিং এ নেমে ১৬ ওভারে অল উইকেট হারিয়ে ৯৬ রান করে । জবাবে কুমিল্লা ভিক্টোরিয়াস ১১ ওভার ৮ উইকেটে জয়ী হয়। উক্ত খেলায় কুমিল্লা ভিক্টোরিয়াস এর নাবির ৪ ওভারে ৫ উইকেট নিয়ে ম্যান অবদি ম্যাচ ও বাশাট সর্বচ ৪৬ রান করেন। ম্যাচের ২য় খেলায় নিউ ওয়াল্ড সার্ভিস ভেনিস ব্যাটিং এ নেমে ১৬ ওভারে অল উইকেট হারিয়ে ৭৭ রান করে । জবাবে ভৈরব একাদশ ১২ ওভার ৪ উইকেটে জয়ী হয়। এ ম্যাচে ভৈরব একাদশের মুরাদ ৩০ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অবদিম্যাচ হন ।
ইতালী তে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
May 10, 2017