জাকির হোসেন সুমন , ইতালী : ইতালীর ভেনিসের চিতা মারগেরা য় বসবাস রত বিভিন্ন দেশ হতে আসা পরিবার ও তাদের বেরে ওঠা নতুন প্রজন্ম দের নিয়ে কাজ করা ‘ ওরতি ইন চিতা , সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । এ সংগঠনের মূল কাজ হলো প্রতিবেশি দের সাথ সু সম্পর্ক স্হাপন , বছরে একবার সবাই মিলে যার যার শেশিও খাবার বাড়ী থেকে তৈরী করে এনে সবার ভাগা ভাগি করে খাওয়া স্বদেশী ভাষায় গল্প , কবিতা পাঠ ইত্যাদি । ওরতি দি চিতা সংগঠন কে সিটি কর্পোরেশন কতৃক পরিত্যক্ত একটি জায়গা বরাদ্দ দেয়া হয় , যেখানে বাংলা দেশী , ইতালীয়ান , চাইনিজ, রোমানিয়ান , মরক্কো, আফ্রিকান , সহ বিভিন্ন দেশীয় সবজি চাষ করে থাকে । এ বছর বাংলাদেশী গৃহবধু রা আলু , টমেটো , কাচামরিচ , বেগুন , কফি , চাষ করেছে । এ সময় ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ইমিগ্রান্ট অফিসে কর্ম রত আলেচ্ছান্দ্রা বাছতাজিন এর হাতে বাংলা পাঠ্য বই তুলে দেন। পরে সবাই একএে বিভিন্ন দেশীয় খাবারের স্বাদ উপভোগ করেন। সে সময় বিভিন্ন দেশের অর্ধ শতাধিক পরিবার এ মিলন মেলা ও ভোজে অংশ নেন ।
ইতালীতে ওরতি ইন চিতা র মিলন মেলা
June 18, 2017