জাকির হোসেন সুমন, ইতালী :
রোমের তরপিনাত্তারাস্থ স্পাইস অফ ইন্ডিয়া রেষ্টুরেন্টে বর্ণাঢ্য এক সংবর্ধনার আয়োজন করে ইতালীস্থ বৃহত্তর সিলেট যুব সংঘ। ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইতালী শাখার অভিষেক উপলক্ষ্যে আগত ইপিবিএ’র সভাপতি শাহানুর খান ৩ দিনের সফরে ইতালীতে এসেছেন। প্রবাসী বাংলাদেশীদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে গঠিত এই (ইপিবিএ) সংগঠনটির প্রধান কার্যালয় যুক্তরাজ্যে। সংগঠনটি আত্মপ্রকাশের পরপরই একযোগে কাজ করার লক্ষ্য ইউরোপের অন্যান্য দেশেও শাখা কমিটি গঠন করে যাচ্ছে। বৃহত্তর সিলেট যুব সংঘের সভাপতি আরমান উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের স্পিকার খালেছ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান আলোচন হিসেবে উপস্থিত ছিলেন ইপিবিএ’র রিচার্স এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুলতান বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সহ-সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি দিদারুল আবেদীন, ইপিবিএ ইতালী শাখার সভাপতি লায়লা শাহ্, বিয়ানী বাজার ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর সভাপতি মকবুল আহমেদ, ইতালীস্থ বৃহত্তর সিলেটের উদিয়মান সামাজিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট ফারুক আহমেদ লিপু।
এছাড়াও রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বৃহত্তর সিলেটের কৃতিসন্তান হিসেবে শাহানুর খান, খালেছ উদ্দিন আহমেদ ও অলিউদ্দিন শামীম এর হাতে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।