জাকির হোসেন সুমন , ইতালি : ইতালি রোমে পিয়চ্ছা ভেনিসিয়ায় বিক্ষোভ প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকরা এক সাথে সম্মিলিত হুয়ে এক জোট বেঁধে বিশাল মিছিল ও পথ সভা করে থাকে।এবং মিছিলটি রোম শহরের বিভিন্ন সঢ়ক প্রাধঙ্গিন করে পিয়চ্ছা ভেনিসিয়ার সামনে এসে বিশাল সমাবেশ করে থাকে।তাদের দাবি ছিল যেহেতু তাদের লাইসেন্স পাতিতা সহ সকল ডকুমেন্ট
ঠিক থাকা সত্তেও কেন হত্যা,অত্যাচার,হয়রানির শিকার হতে হয়।সূত্রে জানা যায়, ইতালিতে বার জনের একটা পুলিশের গ্রুপ এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।এদের কারণে প্রতিদিন অনেক মানুষ হয়রানির শিকার হয়ে হাসপাতালে দেখা যাচ্ছে।সবস্তরের জন সাধারণের আয়োজনে সমাবেশে বিভিন্ন দেশের নাগরিকরা বক্তব্য রাখেন।এই বিশাল প্রতিবাদ সভা ও রেলিতে অংশগ্রহণ করেন
বাংলাদেশি,ইতালিয়ান,সনেগালিয়ান, শ্রীলঙ্কান,তুরস্ক,সুদান,মরক্কো
প্রমুখ।সভাটিতে বিভিন্ন সংগঠনের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা ও বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ধুমকেতু সোসালের কণধার জনাব নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন বেচে থাকতে হলে কাজের ব্যাবসার প্রয়োজন তা সত্তেও হকারদের বৈধতা পাতিতা লাইসেন্স সহ সকল বৈধতা থাকতেও তাদেরকে পারমিশন দেওয়া হয় না কেন।তিনি আরো বলেন যতদিন পর্যন্ত আমাদের
দাবি পুর্ণ হবে না ততদিন আমরা রাজপথে আনন্দোলন চালিয়ে যাবো।আরও বক্তব্য রাখেন জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটর সভাপতি জনাব অলি উদ্দিন শামীম বলেন আজকে আমরা সমষ্টিগত ভাবে একত্রিত হয়ে প্রতিবাদ করছি সামনের দিকে যেন এরকম নৈরাজ্যতা না ঘটে এবং আমাদের কাগজদারি ছারা যারা আছেন তাদেরকেও ব্যাবসা করার পারমিশন দেওয়া হয়ে থাকে।
এবং যতদিন দাবি আদায় অধিকার ফিরে পাব না ততদিন আমরা একসাথে সমষ্টিগত ভাবে এই আনন্দোলন চলবে।এবং সবশেষে সেনেগালের লোকটির জানাজার নামাজ আজ শনিবার দুপুর তিন ঘটিকার সময় রোম পিয়াসা ভিতোরিয়াতে উপস্থিত হয়ে নামাজে ও দোয়ায় শরিক হওয়ার আহবান জানিয়ে সভাটি সমাপ্তি ঘোষণা হয়।