ইতালিতে শীতে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ইতালির দক্ষিণ অঞ্চলে প্রচণ্ড শীতে দুইজনের মৃত্যু হয়েছে। অঝোর ধারায় তুষার পড়ার কারণে মারকে আভেল্লিনো প্রদেশে অতিরিক্ত বরফ এবং প্রচণ্ড ঠান্ডায় ৪৩ বছর বয়সী একজনের মৃত্যু হয়।

অপরদিকে বারী শহরে আলতামাউরা অঞ্চলে বরফের উপড় পিছলে পড়ে ৪৯ বছর বয়সী এক নারী মারা যান। তুষারপাতের ফলে অনেক এলাকায় সব প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। চলছে অনবরত তুষারপাত। এর ফলে এক এলাকার সঙ্গে অন্য এলাকার যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে। তুষারপাতের পাশাপাশি প্রবল বাতাস প্রবাহিত হচ্ছে। অস্বস্তিকর অবস্থা চলছে ভূমিকম্প প্রবণ এলাকা মারকে, আবুরুজ্জো, মোলিসে, পুলিয়া এবং বাসিলিকাতায়।

এসব অঞ্চলে কমপক্ষে ৬০ সেমি বরফ জমে পরিবেশে অনেক সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত তুষারপাতের ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। ডিসেম্বরে তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি, উত্তর ইতালি ১ দশমিক ৮ এবং সেন্টারে ১ দশমিক ৪ ছিল। গত কয়েক দিনে আবহাওয়া আকস্মিক পরিবর্তন হওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

এদিকে দেশটির রাজধানী রোমে হঠাৎ মাইনাস দুই ডিগ্রি তাপমাত্রায় প্রবাসী বাংলাদেশিরা একটু অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। কারণ এরকম তাপমাত্রা রোমে সচরাচর দেখা যায়নি। তবে অনেকের ধারণা যেহেতু রোমে মাইনাস তাপমাত্রা শুরু হয়েছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহে আরও বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।