জাকির হোসেন সুমন , ইতালী :
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার প্রথমবারের মতো মিলান কনস্যুলেট পরিদর্শন করলেন। মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল রেজিনা আহমেদ,কনসাল রফিকজুল করিম,ভাইস কনসাল নাফিসা মনসুর সহ কনস্যুলেটের সকল সদস্য বৃন্দ উনাকে ফুলেল স্বাগত জানান। তিনি মিলান কন্স্যুলেটের অফিস পরিদর্শন করেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন। মিলানের কনসাল জেনারেল রেজিনা আহমেদ কন্সুলেটের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূত কে অবহিত করেন এবং ভবিষ্যত কিছু পরিকল্পনা উপস্থাপন করেন।
সন্ধ্যায় স্থানীয় প্রবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে রাষ্ট্রদূতের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাষ্ট্রদূত কে ফুলেল শুভেচ্ছা জানান লোম্বার্দিয়া আওয়ামীলীগ সহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।
রেজিনা আহমেদ সকলের সাথে রাষ্ট্রদূতকে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত সকল প্রবাসীরা নিজ নিজ পরিচয় প্রকাশ করেন।
সভায় শুভেচ্ছা এবং প্রস্তাবিত বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,প্রবীণ আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন,বৃহত্তর সিলেট সমিতির সভাপতি জামিল আহমেদ,বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক হানিফ শিপন,বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আলী আহমেদ শেখ,চঞ্চল রহমান,মঞ্জুর হোসেন সাগর,যুবলীগের সভাপতি মামুন খান,মাদারীপুর সদর উপজেলার সভাপতি খান রিপন,পেশাজীবীলীগের সভাপতি তুহিন মাহমুদ,কর্মজীবীলীগের সভাপতি আলমগীর হাওলাদার ,বৃহত্তর সিলেট সমিতির সাধারণ সম্পাদক জাছিম আহমেদ,আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন,মহিলা সমিতির সম্পাদিকা অপু পলি,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সাধারণ সম্পাদক আব্দুল বাছিত দলই ও সাংবাদিক বৃন্দ।
রাষ্ট্রদূত উপস্থিত সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে বলেন,জাতির পিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বর্তমান সরকার ঘোষিত রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহ্বান জানান।