আ.ই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রভাত ফেরী

শহর সংবাদদাতা

আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।  দিবসটি উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী হাওলাদারের দিক নির্দেশনায় এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদতি হয়েছে।  আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় হতে একটি দল একুশের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।  ২১ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৬টায় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি প্রভাত ফেরি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সকাল সাড়ে ৭টায় শিক্ষকমন্ডলী ও এবং শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সকাল সাড়ে ৮টায় শিক্ষক এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফেরত আসেন। পরবর্তীতে শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক সংগীত এবং আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের সবার অংশগ্রহণে অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি জ্ঞাপন অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান পালনের মাধ্যমে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।