নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া পোশাক কারখানাগুলো সোমবার খুলে দেওয়া হচ্ছে।
রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান একথা জানান।
গত সোমবার কয়েকটি দাবিতে আশুলিয়ার ২৫টি কারখানার বন্ধ রেখে বিক্ষোভে নামেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিএমইএ সোমবার থেকে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।