ফরিদপুর প্রতিনিধি : বিএনপি’র জাতীয় র্নিবাহী কমিটির সহ-সভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, এই সরকারকে সরাতে হলে আন্দোলনের বিকল্প নেই। আর সেজন্য ঈদের পর দেশ নেত্রী যে কর্মসূচী দিবে তা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। তিনি আরও বলেন, এই দেশে সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি জয় লাভ করবে। আর বেগম খারেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন।সরকার বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ আরো বলেন, আজ বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষের উপস্থিতিই প্রমান করে এই অত্যাচারী সরকারে বিরুদ্ধে রুখে দাড়াতে তারা (কর্মীরা) কোনো বাধা বিঘ্নই মানবে না। জনগন ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের ভোটের অধিকার নিশ্চিত করবে। তিনি সোমবার সন্ধ্যায় ফরিদপুর কোতয়ালী থানা ও শহর বিএনপির আয়োজনে স্থানীয় ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কোতয়ালী থানা বিএনপির সভাপতি রউফ উন নবীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নায়াব ইউসুফ আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা বিএনপির সহ-সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গি, মো. আজম খান, মো. জাফরহোসেন বিশ্বাস, মো মাজেদ মিয়া, জেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন, অর্থ-সম্পাদক এবি সিদ্দিক মিতুল, জেলা ছাত্রদল সভাপতি ও সদও উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহম্মেদ তাবরিজ, শহর বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজাউল, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, ভিপি সেলিম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. মুরাদ হোসেন।