আনকাট ছাড় পেলো ‘প্রেমী ও প্রেমী’

বিনোদন প্রতিবেদক :

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি ‘প্রেমী ও প্রেমী’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ৭ ডিসেম্বর (বুধবার) ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র লাভ করে।

এ প্রসঙ্গে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ বলেন, সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যগন সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। আমি কখনো কোনো সিনেমার জন্য এতো প্রশংসা পাইনি।

এ খুশিতে উচ্ছ্বসিত হয়ে জাজ ‘প্রেমী ও প্রেমীর প্রথম অফিশিয়াল পোস্টার উন্মুক্ত করেন।

নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ছবিটিতে শুভ ও ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন আমান রেজা, আমজাদ হোসেন রেবেকা প্রমুখ।

‘প্রেমী ও প্রেমী’ ছবিটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও আগামী বছরের জানুয়ারিতেই এটি মুক্তি পাবে বলে জানা গেছে।