আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ১২ জন। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানাগেছে, উপজেলার দত্তেরাবাদ গ্রামে হালিম সরদারের সাথে দীর্ঘ ১০বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে একই এলাকার হাসেম ঘরামীর। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতে। গতকাল সোমবার সকালে ওই জমির মালিকানা দাবী করে হাসেম ঘরামী ওই বিরোধীয় জমি পরিস্কার করতে গেলে প্রতিপক্ষ হালিম সরদার বাধাঁ দেয়। এ সময় উভয় পক্ষের বাকবিতন্ডার এক পর্যায় হামলা-সংঘর্ষে হাসেম ঘরামী, মানিক, ইয়াসিন বেগম, আসমা খানম, আকলিমা বেগম, হালিম সরদার, আমিন ঘরামী, আনিচ সরদার, সুমন সরদার, আলামিনসহ ১২ জন আহত হয়। আহত ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হালিম সরদারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।