আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় পূর্বশক্রতার জের ধরে সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ১৫ জন। গুরুতর আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানাগেছে, শনিবার সকালে উপজেলার দত্তেরাবাদ গ্রামের ছালাম সরদারের ছেলে রিয়াদ (৬)’র সাথে বাড়ির পাশের হোচেন সরদারের ছেলে মানিক সরদার (৭)’র খেলার সময় মারা-মারির ঘটনা ঘটে। তারা গিয়ে উভয় পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে ঝগড়া-ঝাটি শুরু হয়। ঝগড়া-ঝাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ছালাম সরদার, হাচেন সরদার, মানিক, আলোমতি, আছিরন নেছা, আসমা, মিলি আক্তার, দিলীপ, হোচেন সরদার, আলআমিন, হীরালাল, নির্মলসহ আহত হয়েছে ১৫ জন। আহত ৭জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হোচেন সরদারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।