আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষণের ফলে খ্রীষ্টান সম্প্রদায়ের এক যুবতী অন্তঃস্বত্তা হয়ে পরেছে। এ ঘটনায় ওই যুবতী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার সোমাইরপাড় গ্রামের মজিদ সরদারের ছেলে মনির সরদার (২৫) নাঘিরপাড় গ্রামে একটি মাছের ঘেড়ে মাছ চাষ করে আসছিল। মাছের ঘেরে যাতায়াতের সুযোগে ওই গ্রামের পিতৃহীন খ্রিষ্ট সম্প্রদায়ের এক যুবতী (২৫)কে ঘরে একা পেয়ে গত ১৭জুন প্রথমে ধর্ষণ করে মনির। ধর্ষণের ফলে অন্তঃস্বত্তা হয়ে পরে ওই যুবতী। অন্তঃস্বত্তার ঘটনা ধর্ষক মনিরককে জানালে মনির তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সাথে মেলামেশা করে। ধর্ষিতা বর্তমানে তিন মাসের অন্তঃস্বত্তা। সম্প্রতি মনির অন্যত্র বিয়ে করায় ধর্ষিতা যুবতী বাদী হয়ে অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে ধর্ষক মনিরের বিরুদ্ধে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন, মামলা নং-৮। ধর্ষক মনিরকে গতকাল রোববার সকালে সোমাইরপাড় এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওবায়দুল গ্রেফতার করেছে। ধর্ষক মনিরকে বরিশাল আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।